এবার মহাকাশে শুরু হতে যাচ্ছে হোটেল ব্যবসা!
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ভ্রমনের কথা ভাবছেন? কোথায় যাবেন ভাবছেন? পৃথিবীর উল্লেখযোগ্য স্থান ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলি তো আগেই দেখা হয়ে গেছে। অনেক টাকা আছে, কি করা যায়। সহজলভ্য বিনোদন কেন্দ্রগুলি আর ভাল লাগছে না। নতুন বৈচিত্রময় কিছু চাই। আপনার এসব চিন্তাকে মাথায় রেখেই মহাকাশে আপনার জন্য বিনোদনের ব্যবস্থা করছে আমেরিকার মহাকাশ প্রযুক্তি-ভিত্তিক স্টার্টআপ সংস্থা ‘অরিয়ন স্প্যান’।
তবে তার জন্য আপনাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। ২০২২ সালে আসছে ‘অরোরা স্টেশন’ নামের এই বিলাসবহুল হোটেল। এই হোটেলের দৈর্ঘ ও প্রস্ত যথাক্রমে ৩৫ ফুট ও ১৪ ফুট। আর মহাকাশের এই হোটেলে থাকতে গেলে প্রতিদিন খরচ হবে বাংলাদেশী টাকায় ৭ কোট টাকা। আপাতত এই হোটেলের কর্তৃপক্ষ ১২ দিনের প্যাকেজ টুরের কথা ভাবছে। ১২ দিনে খরচ হবে ৮৪ কোটি টাকা।
মহাকাশের এই হোটেলে বসে রোজ ১৬ বার সূর্যের উঠানামা দেখা যাবে। মাঝে মাঝে আমাদের এই পৃথিবীকেও উকি মেরে দেখা যাবে। এই মহাকাশ হোটেলে থাকবে অত্যান্ত দ্রুতগতির ইন্টারনেট। যার মাধ্যমে আপনার পরিবারের সাথে আপনি ভিডিও কল করতে পারবেন। বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার সান হোসের এক সম্মেলনে অরিয়ন স্প্যান জানিয়েছে, ইতিমধ্যেই বুকিং শুরু হয়ে গেছে সেই হোটেলের। ৮০ হাজার ডলার দিয়ে আপনিও বুকিং দিতে পারেন। আপাতত ১২ দিনের সফরে একেকবারে ৪ জন করে লোক নেওয়া যাবে। আর এই হোটেলে ২ জন করে নভোচারী থাকবেন। সংস্থাটির প্রতিষ্ঠাতা এবং সিইও ফ্র্যাঙ্ক বাংগারের দাবি, বিশ্ববাসীকে যথাসম্ভব কম খরচে মহাকাশ ভ্রমণ করানোটাই তার লক্ষ্য। ইতিমধ্যেই আরো কয়েকটি সংস্থা মহাকাশে হোটেল ব্যবসা করার কথা চিন্তা করছে বলে জানা যাচ্ছে।