গভীর রাতে ঢাবি ভিসির বাসভবনে ভাংচুর
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রোববার দিবাগত রাত ১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে একদল মুখোশধারী হামলা চালিয়ে ব্যপক ক্ষয়ক্ষতি করেছে। হামলাকারীরা ভিসির বাসভবনের প্রতিটি রুমে তান্ডব চালিয়েছে। ভিসি আক্তারুজ্জামান বলেছেন, প্রশিক্ষিত হামলাকারীরা তার বাসভবনে হামলা চালিয়েছে।
এর আগে চাকুরীতে কোটা প্রথা সংস্কারের দাবীতে বাংলাদেশ সাধারন ছাত্র অধিকার সংরক্ষন পরিষদের ব্যানারে একদল ছাত্র রোববার বেলা আড়াইটা থেকে শাহবাগে বিক্ষোভ প্রদর্শন করছিল। বিক্ষোবের কারনে গুরুত্বপূর্ণ শাহবাগ সড়কে রাত ৮টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। রাত ৮টায় পুলিশ টেয়ার গ্যাস ছুড়ে আন্দোলনকারীদের হটিয়ে দিলে তারা ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। ফলে ক্যাম্পাস জুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে। এই অবস্থায় রাত একটার দিকে একদল কথিত আন্দোলনকারী ভিসির বাস ভবনের সামনে উপস্থিত হয়ে আশেপাশের স্থাপনা ভাংচুর করে গুড়িয়ে দেয়। তারপর তারা ভিসির বাস ভবনের গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। তারা ভিসির বাসভবনে স্থাপিত সব স্থাপনা ভেঙ্গে ফেলে। বাসভবনের সামনে রক্ষিত দুটি গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। অপর দুটি গাড়ি ভাংচুর করে।
এর পর আন্দোলনকারীরা বাসভবনের প্রতিটি রুমে ঢুকে টেলিভিশন, ফ্রিজ, এসিসহ সমস্ত আসবাবপত্র ভাংচুর করে। ভিসির প্রয়োজনীয় ফাইলপত্র তছনছ করে ছিড়ে ফেলে। এই সময় ভিসি ভবনেই ছিলেন। তবে তার পরিবারের অন্যান্য সদস্যরা পিছনের দড়জা দিয়ে বেরিয়ে যায়। এর প্রেক্ষাপটে ভিসি বলেছেন, ঢাবি ক্যাম্পাস ও দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত কাজ করছে এর পিছনে।