৪ঠা মে উৎক্ষেপণ করা হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আগামী ৪ঠা মে উৎক্ষেপণ করা হবে বহুল প্রতিক্ষিত বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। আর এর মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে এক নবযুগের সূচনা হতে যাচ্ছে। বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ আজ বুধবার এই তথ্য জানিয়েছেন। এটি উৎক্ষেপণ করা হলে বাংলাদেশ হবে নিজস্ব স্যাটেলাইটের অধিকারী বিশ্বের ৫৭তম দেশ। এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হলে দেশের টেলিযোগাযোগের ক্ষেত্রে বৈল্ববিক পরিবর্তন আসবে। কমে আসবে বিদেশী স্যাটেলাইটের ওপর নির্বরশীলতা।
এই স্যাটেলাইট তৈরী করছে বিশ্বের খ্যতনামা স্যাটেলাইট কোম্পানী ফ্রান্সের থেলেস এলেনিয়া স্পেস। ২০১৫ সালের ১১ই নভেম্বর এই কোম্পানীর সাথে বিটিআরসির চুক্তি স্বাক্ষরিত হয়। স্যাটেলাইট নির্মাণে মোট ব্যয় হবে ২৯০২ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল হতে খরচ হচ্ছে ১৫৪৪ কোটি টাকা। অবশিষ্ট ১৩৫৮ কোটি টাকা বিডার্স ফাইনান্সিংয়ের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে।