নরসিংদীর হাট বাজারগুলিতে ধুমধামে চলছে চৈত্র সংক্রান্তি
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
নরসিংদী জেলার বিভিন্ন হাট বাজারগুলিতে মহা ধুমধামে চলছে চৈত্র সংক্রান্তি। বেশ কয়েকদিন থেকেই এই অনুষ্ঠানটি চলছে। জেলার বিভিন্ন হাট বাজারগুলিতে এর প্রচলন শুরু হয়েছে বহুকাল আগে থেকেই। আজ বাংলা ১৪২৪ সনের শেষ দিন হওয়াতে আজকের দিনটি সারা বছরে দেওয়া বকেয়া টাকা উঠানোর জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ।
নরসিংদী জেলার বিভিন্ন হাট বাজারের ব্যবসায়ীরা সারা বছর গ্রাহকদের যে বাকী দিয়ে থাকেন বছরের শেষদিকে এসে এই বকেয়ার পরিমান অনেক বেড়ে যায়। তাই এই বকেয়া টাকা পাওনাদারদের কাছ থেকে উঠাতে তাদেরকে দাওয়াত করা হয়ে থাকে গদি কিংবা দোকানে। উদেশ্য হল বকেয়া টাকা উঠানো। এই সময় গ্রাহকদের পেট ভরে বিভিন্ন রকমের মিষ্টি খাওয়ানো হয়ে থাকে। আর এভাবেই চৈত্র সংক্রান্তি পালন করা হয় জেলার বিভিন্ন স্থানে। বিশেষ করে জেলার সর্বত্র সুতা ও মদি ব্যবসায়ীরা এই চৈত্র সংক্রান্তি বেশী পালন করে থাকেন। অন্যান্য ব্যবসায়ীরাও এটি করে থাকেন পাওনা টাকা উঠানোর জন্য। এর মাধ্যমে সারা বছরে বকেয়া পড়া টাকার একটা বিরাট অংশ গ্রাহকদের কাছ থেকে পাওয়া যায়। তারপর ১লা বৈশাখ থেকে শুরু হয় আবার স্বাভাবিক লেনদেন। তবে বকেয়া টাকা উঠানোর জন্য সারা দেশেই ব্যবসায়ীরা চৈত্র সংক্রান্তি করে থাকেন।