সারা দেশে বাংলা নববর্ষ ১৪২৫ পালিত হচ্ছে নানা অনুষ্টানের মধ্য দিয়ে
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রাজধানীসহ সারা দেশে বিপুল উৎসাহে পালিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪২৫। এ উপলক্ষে রাজধানীতে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সন্নিহিত চারুকলা, টিএসসি, শাহবাগ মোড়, বাংলা একাডেমী, রমনা বটমূল ও ধানমন্ডির রবীন্দ্র সরোবরসহ নানা স্থানে চলছে বনাঢ্য আয়োজন।
প্রতিবারের মতো এবারও চারুকলা থেকে রংবেংরঙের ফেস্টুন ও হাতে বানানো বড় বড় হাতি, পাখি ও আরো নানা রকমের প্রতীক নিয়ে বের হয়েছে মঙ্গল শুভাযাত্র। এই সমস্ত প্রতীক আবহমান বাংলার চিরাচরিত রীতির বাঙ্গালিত্বের পরিচয় বহন করে। ভোরে রমনা বটমূলে ছায়ানটের শিল্পীরা নববর্ষকে বরন করে নিতে প্রতিবারের মত এবারো আয়োজন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। ঢাকা বিশ্ববিদ্যালয়েও চলছে নানা অনুষ্ঠান। টিএসসি, শাহবাগ, রমনা বটমূল, বাংলা একাডেমী চত্তর ও সন্নিহিত এলাকা সমূহ লোকে লোকারন্যে হয়ে গেছে। বিভিন্ন টিভি চ্যানেল এ সমস্ত স্থানের বিভিন্ন অনুষ্ঠান সরাসরী সম্প্রচার করছে।
ইউনেস্কো মঙ্গল শুভাযাত্রাকে বিশ্ব ঐতিয্যের অংশ ঘোষনা করায় এবার সরকারীভাবে প্রতিটি জেলা শহরে মঙ্গল শুভাযাত্রা হয়েছে। প্রতিটি জেলা সদরে নানা অনুষ্ঠানের মধ্য নববর্ষকে বরন করে নিচ্ছে মানুষ। সারা দেশেই মানুষ বৈশাখী পোষাক পড়ে বর্ষবরন অনুষ্ঠানে অংশ নিয়েছে। রাজধানীতে সকাল থেকে শুর হয়ে বিকাল পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। নিরাপত্তার কারনে রাজধানীর অনুষ্ঠান সমূহ সন্ধ্যার আগেই শেষ করতে হবে। এদিকে এই নববর্ষকে কেন্দ্র করে রাধানীতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।