আইবিএমের পৃথিবীর ক্ষুদ্রতম কম্পিউটার আবিষ্কার
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
এ যাবৎকালের মধ্য সবচেয়ে ক্ষুদ্রতম কম্পিউটার আবিস্কার করেছে আইবিএম। এর আকার শুধুমাত্র লবনের একটি দানা বা স্ফটিকের মতো। আর অবাক ব্যপার হল এই কম্পিউটার তৈরী করতে খরচ হয়েছে মাত্র ১০ সেন্ট বা ৮ টাকা। আইবিএমের গবেষণামূলক ওয়ার্কশপ ‘৫ ইন ৫’-এ এটি তৈরি করেছেন বিজ্ঞানীরা। গভেষনাপত্রে বিজ্ঞানীরা লিখেছেন, এই কপমিউটার আর সকল কম্পিউটারের মতোই কাজ করবে। এর আয়তন মাত্র ১×১ মিমি।
প্রতিনিয়তই কম্পিউটারের আকার কিভাবে ছোট করা যায় তা নিয়ে কাজ করে যাচ্ছে বিজ্ঞানীরা। পাশাপাশি এর কর্ম ক্ষমতাও কিভাবে আরো বৃদ্ধি করা যায় তা নিয়েও কাজ চলছে। আর এ সমস্ত গভেষনার ফল হিসাবে আমরা পাচ্ছি নতুন নতুন আবিস্কার।