ফোজদারি অপরাধী হওয়ায় তারেক রহমান আবেদন করলেও পাসপোর্ট পাবেন না

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রেজওয়ান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান পাসপোর্টের জন্য আবেদন করলেও আইন অনুযায়ী তিনি পাসপোর্ট পাবেন না। আগারগাও পাসপোর্ট অফিসে আজ সকাল ১১টায় এক সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা জানান। তিনি বলেন তারেক রহমান নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন কিনা আমি জানিনা। তবে আবেদন করলেও আইন অনুযয়ী তিনি পাসপোর্ট পাবেন না।

আইনে আছে, আবেদনকারী আবেদন পেশের তারিখ থেকে আগের পাঁচ বছরের ভিতরে যেকোনো সময় বাংলাদেশের যেকোনো আদালত দ্বারা নৈতিক স্খলনজনিত কারণে সাজাপ্রাপ্ত অথবা ন্যূনতম দুই বছরের দণ্ডপ্রাপ্ত হলে তিনি পাসপোর্ট পাবেন না। আইন অনুযায়ী কোনো ফোজদারি অপরাধের মামলায় যদি কেউ হাজিরা এড়াতে চেষ্টা করে তবে সে পাসপোর্ট পাবার অযোগ্য। তিনি চাইলে ট্রাভেল পাশ নিয়ে দেশে ফিরতে পারবেন। তবে আইন অনুযায়ী বাংলাদেশে এসে আবেদন করলেও পাসপোর্ট পাবেন না তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *