বুধবার সারাদেশে বজ্রপাতে ২৫ জনের প্রানহানি
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বজ্রপাতে মৃত্যুর মিছিল থামছেনা। বুধবার সারাদেশে বজ্রপাতে ২৫ জনের প্রানহানি ঘটেছে। সাম্প্রতিককালে বাংলাদেশ ও ভারতে এই মৃত্যুর হার ব্যপকভাবে বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিন আগে ভারতে একদিনে ৩৭ হাজার বজ্রপাত রেকর্ড করা হয়েছে। এখন পর্যন্ত এই প্রানহানি থামাতে তেমন কোন কার্যকরী ব্যবস্থা গ্রহন করা যায়নি। ভারত ও বাংলাদেশে বজ্রপাত মহামারী আকার ধারন করেছে। অপরিকল্পিত মোবাইল টাওয়ার এই বজ্রপাতে মৃত্যুর অন্যতম কারন বলে ধারনা করা হচ্ছে।
বজ্রপাতে মৃত্যুবরনকারীদের অধিকাংশই কৃষক। মাঠে কর্মরত অবস্থায় এদের মৃত্যু হচ্ছে বেশী। বজ্রপাতে মৃত্যুর কারন বের করে প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া একান্ত প্রয়োজন হয়ে পড়েছে। ব্রিটিশ আমলে বজ্রপাতে ক্ষয়ক্ষতি কমানোর জন্য জ্যমিতিক নিয়মে সুপরিকল্পিতভাবে ধাতব খুটি বসানো হয়েছিল সারা দেশে। এই খুটিগুলিকে মৌজা পিলারও বলা হয়ে থাকে। বজ্রপাতে উৎপন্ন বিদ্যুৎ এই খুটির ভিতর দিয়ে মাটির ভিতরে চলে যেত। ফলে ক্ষয়ক্ষতি কম হতো। কিন্ত কিছু অসাধু চক্র বিগত কয়েক দশক ধরে এই ধাতব খুটিগুলি তুলে নিয়ে যাচ্চে উচ্চ লাভের আশায়। তাই এখন আর এই ধাতব খুটিগুলি চোখে পড়ে না। তবে বজ্রপাত থেকে বাঁচার জন্য সামাজিক সচেনতা একান্ত প্রয়োজন। পাশাপাশী বজ্রপাতে উৎপন্ন বিদ্যুৎ যাতে মানুষের গায়ে না আসতে পারে সেই প্রযুক্তিও আবিস্কার করা একান্ত প্রয়োজন।