চলতি মাসেই পারমাণবিক পরীক্ষা কেন্দ্র ভাঙ্গার ঘোষনা দিয়েছে উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া ঘোষনা দিয়েছে, এমাসের মধ্যই তারা একটি পারমানণবিক পরীক্ষা কেন্দ্র ভেঙ্গে দিবে। আর এ ঘোষনা আসলো কিম ও ট্রাম্পের শীর্ষ বৈঠকের আগেই। উত্তর কোরিয়ার উত্তর-পূর্বে অবস্থিত পাহাড়ি এলাকায় ‘পুঙ্গে-রি’ পারমাণবিক পরীক্ষা কেন্দ্রটি ভাঙার জন্য নির্দিষ্ট কোন দিন ঠিক করা হয়নি। তবে তারা জানিয়েছে, এ মাসের ২৩ থেকে ২৫ তারিখের মধ্য কেন্দ্রটি ভাঙ্গা হবে। তবে আবহাওয়ার ওপর নির্ভর করছে কেন্দ্রটি ঠিক কোনদিন ভাঙ্গা হবে। ভাঙ্গার আগে দেশী বিদেশী বিশেষজ্ঞ ও সাংবাদিকদের আমন্ত্রন জানানো হবে ভাঙ্গন প্রক্রিয়া প্রত্যক্ষ করার জন্য।
এটি ভাঙ্গার প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে জানা গেছে। ২০০৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত এই কেন্দ্রটিতে মোট ৬টি পারমাণবিক পরীক্ষা চালানো হয়েছে। তবে অন্য একটি সূত্র থেকে জানা যায়, গত বছরের সেপ্টেম্বরে এই কেন্দ্রটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে।