খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ও রাষ্ট্রপক্ষের আপিলের ওপর আজ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৪ সদস্যর আপিল বেঞ্চ এই আদেশ দেয়। একই সঙ্গে ৩১শে জুলাইয়ের মধ্য হাইকোর্টকে খালেদা জিয়ার আপিলের নিস্পত্তির নির্দেশও দিয়েছে আদালত।
তবে জামিন বহাল থাকলেও শিগগিরই মুক্তি পাচ্ছেন না খালেদা জিয়া। আরো ৪ মামলায় তাকে জামিন পেতে হবে বলে জানা যায়। উল্লেখ্য গত ৮ই ফেব্রুয়ারী নিন্ম আদালত জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের সাজা দেয়। তারপর থেকে খালেদা জিয়া নাজিম উদ্দিন রোডের পুরাতন জেল খানায়ই আছেন। নিন্ম আদালতের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্টে আপিল করে জামিন চাইলে তাকে ৪ মাসের জামিন দেয় হাইকোর্ট।