রোহিঙ্গাদের সেবাদান প্রসংগে প্রিয়াংকা চুপরা বলেন বাংলাদেশ থেকে বিশ্বের শিক্ষা নেওয়া উচিৎ
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ভারতের প্রখ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চুপরা বলেছেন, কিভাবে আত্নমানবতার সেবায় এগিয়ে আসতে হয় তা বাংলাদেশের কাছ থেকে বিশ্ব শিক্ষা নেওয়া উচিৎ। তিনি বৃহস্পতিবার বিকালে গনভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনাকালে এ কথা বলেন।
প্রিয়াংকা চুপরা ইউনিসেফের শুভেচ্ছা দূত হয়ে ৩ দিন ধরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। রোহিঙ্গা শরণার্থী শিবিরে শিশুদের সাথে খেলাধূলা ও অন্যান্য বিনোদনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সময় কাটান। রোহিঙ্গা শিশুদের সমস্যার নানা দিকগুলি বুজার চেষ্ঠা করেন। রোহিঙ্গা শিশুদের বিষয়ে বিশ্ববাসীকে সচেতন করার জন্যই তার এই সফর। প্রিয়াংকা চুপরা প্রায় দশ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন।