রাশিয়া বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ!
স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রাশিয়া বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ! কিন্তু কিভাবে? বাংলাদেশ রাশিয়া বিশ্বকাপে খেলবে দূরের কথা কল্পনাও করে না। তবুও এবারের রাশিয়া বিশ্বকাপে মেসি-মুলারদের সাথে মাঠে যাবে বাংলাদেশ। আর এই খবরে বাংলাদেশ ও বাংলাদেশের ফুটবল প্রেমীরা বেজাই খুশী। আসুন তাহলে আসল খবরটা জেনে নেই।
জার্মানী, স্পেন, আর্জেন্তিনাসহ বিশ্বের একাধিক দেশের কিট স্পনসর একটি বেসরকারি সংস্থা। আর সেই সংস্থাই বাংলাদেশ থেকে তৈরি করিয়েছে আর্জেন্টিনা, মেক্সিকো, স্পেন, জার্মান দলের অফিসিয়াল জ্যাকেট। এই দেশগুলির ফুটবলারদের গায়ে যে জ্যাকেট থাকবে সেটি বাংলাদেশের তৈরী। আর বাংলাদেশের তৈরী জ্যাকেট পরিহিত অবস্থায়ই দেখা যাবে বিশ্বের বড় বড় ফুটবল তারকাদের।
চট্টগ্রামে অবস্থিত কর্নফুলি শু ইন্ডাস্ট্রিজে তৈরি হয়েছে এই জ্যাকেটগুলি। এই জ্যাকেটগুলির ট্যাগে লেখা থাকবে ‘মেড ইন বাংলাদেশ।’ এটাই বড় প্রাপ্তি বাংলাদেশের। ২০১৭ সালের অগস্ট মাসে শুরু হয়েছিল এই জ্যাকেট তৈরির কাজ। কাজ শেষ হয় নভেম্বরে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে সংস্থার হাতে পৌঁছে যায় সব জ্যাকেট। সেখান থেকে বিভিন্ন দলের কাছে।