আশুলিয়া থেকে শক্তিমান চাকমা হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সাভারের আশুলিয়া থেকে শক্তিমান চাকমা হত্যা মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আশুলিয়ার বুড়ির বাজার এলাকা থেকে আজ বিকালে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- রাঙ্গামাটির বাসিন্দা রিপন চাকমা ও সুনীল ত্রিপুরা।
এরা দুই জন রাঙ্গামাটি জেলার নানিয়াচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যাকান্ডের পর থেকে আত্নগোপনে আছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।