প্রবাসীদের পাঠানো অর্থে ভ্যাট-ট্যাক্স বসানোর খবরটি একটি গুজব

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

সংসদে ২০১৮-১৯ সালের বাজেট উত্থাপন করার পর থেকে প্রবাসীদের পাঠানো অর্থের ওপর ভ্যাট-ট্যাক্স আরোপ করা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর পরিপেক্ষিতে অর্থমন্ত্রীর বিরুদ্ধে ব্যপক সমালোচনা ও ভ্যাঙ্গ চলতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রস্তাবিত বাজেট পর্যালোচনায় দেখা যায়, প্রবাসীদের পাঠানো অর্থের ওপর কোন রকম ভ্যাট-ট্যাক্স বসানো হয়নি।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকেও জানানো হয় প্রস্তাবিত বাজেটে প্রবাসীদের পাঠানো অর্থের ওপর কোন রকম ভ্যাট-ট্যাক্স বসানো হয়নি। জনমনে বিভ্রান্তি ছড়ানোর জন্যই এমন গুজব ছড়ানো হচ্ছে বলে এনবিআর থেকে জানানো হয়। এনবিআর ধারনা করছে হুন্ডি ব্যবসায়ীরা এ গুজব ছড়িয়ে থাকতে পারে। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও জানিয়েছেন, প্রস্তাবিত বাজেটে প্রবাসীদের পাঠানো অর্থের ওপর কোন রকম ভ্যাট-ট্যাক্স আরোপ কর হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *