রিয়াদের উদ্দেশ্য ঢাকা ছেড়েছে প্রথম হজ ফ্লাইট
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বাংলাদেশ থেকে হজ গমন ইচ্ছুকদের প্রথম হজ ফ্লাইট আজ সকাল সাড়ে ৭টায় সৌদি আরবের রিয়াদের উদ্দেশ্য ঢাকা ছেড়ে গেছে। ৪১৯ হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ফ্লাইটটি ছেড়ে যায়। বিমান বাংলাদেশ সূত্রে জানা যায়, আজ হজযাত্রী নিয়ে বিমানের ২টি বিশেষ ফ্লাইট ও একটি সিডিউল ফ্লাইট শাহজালাল বিমান বন্দর থেকে জেদ্দা যাবার কথা রয়েছে।
এ বছর চট্রগ্রামের শাহ আমানত বিমান বন্দর থেকে ৯টি ও সিলেট আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ৩টি হজ ফ্লাইট পরিচালনা করার কথা রয়েছে। বিমানের হজ ফ্লাইট ও সিডিউল ফ্লাইটের মাধ্যমে ৬৩৫৯৯ জন হজযাত্রী হজ করতে সৌদি আরব যাবেন। আর এই হজযাত্রীদের পরিবহনের জন্য বাংলাদেশ এয়ার লাইন্সের ৪টি বোয়িং প্রস্তুত রাখা হয়েছে। এর ছাড়া বিমানের সিডিউল ফ্লাইটেও হজযাত্রীরা আসা যাওয়া করবেন।