থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার হওয়া বালকেরা চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
থাইল্যান্ডে গুহা থেকে উদ্ধার হওয়া কিশোর ফুটবল টিমের সদস্যরা চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছে। হাসপাতাল ছাড়ার পর এই কিশোরদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ সময় তারা গুহায় আটকে পড়া ও সেখান থেকে উদ্ধার হওয়া প্রসংগে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন।
এই কিশোরেরা গুহায় আটকে পড়ার পর রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানে উদ্ধার হলে চিকিৎসার জন্য চিয়াং রাই হাসপাতালে চিকিৎসকদের তত্বাবধানে নেওয়া হয়। তারা আজ বাড়ি ফিরে গেলেও দীর্ঘ দিন তারা চিকিৎসকদের তত্বাবধানে থাকবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে। তবে থাইল্যান্ডের প্রথা অনুযায়ী তাদেরকে কিছু দিন বৌদ্ধ ভিক্ষুর জীবন কাটাতে হতে পারে। হাসপাতাল ছাড়ার পর গনমাধ্যমের যোগাযোগ যেন তাদের স্বভাবিক জীবন বিষিয়ে তুলতে না পারে সে জন্যই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।