ব্লাড মুন দেখার অপেক্ষায় সারা বিশ্ব

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

আজ পূর্ণগ্রাস চন্দ্র গ্রহন দেখা যাবে সারা বিশ্বে। বাংলাদেশ সময় রাত ১১টা ১৩ মিনিট ৬ সেকেন্ডের সময় এই চন্দ্র গ্রহন শুরু হবে। আর শেষ হবে ভোর ৫টা ৩০ মিনিট ২৪ সেকেন্ডে। আজকের পূর্ণগ্রাস চন্দ্র গ্রহনের সময় চন্দ্রকে লালচে কমলা রঙ্গের দেখা যাবে। চন্দ্র গ্রহনের এই অবস্থাটিকে বলা হয় ব্লাড মুন।

গ্রহনের সময় সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরল রেখায় থাকে। চন্দ্র গ্রহনের সময় পৃথিবী সূর্য ও চাদের মধ্যবর্তী স্থানে অবস্থান করায় চাদের ওপর পৃথিবীর ছায়া পড়ে চন্দ্র গ্রহন হয়। এবারের চন্দ্রগ্রহণের সময় প্রায় পাঁচ ঘণ্টা আলো-আঁধারিতে ঢাকা থাকবে চাঁদ। বিশ্বের বিভিন্ন দেশে উৎসবের আমেজে এই ব্লাড মুন দেখার ব্যবস্থা করা হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে। বাংলাদেশেও ঢাকা বিজ্ঞান যাদুঘরে এই ব্লাড মুন দেখার ব্যবস্থা করা হয়েছে। এ উপলক্ষে আজ রাত সাড়ে ১০টা থেকে বিজ্ঞান যাদুঘর খুলা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *