বিমান বন্দর সড়কে বাস চাপায় মৃত্যু হল রমিজ কলেজের দুই শিক্ষার্থীর
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রাজধানীর বিমান বন্দর সড়কে বাস চাপায় প্রান হারিয়েছে দুই কলেজ শিক্ষার্থী। এরা হলেম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র আব্দুল করিম ও একই কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী দিয়া খানম মিম। কলেজ ছুটি শেষে ছাত্রছাত্রীরা ইএমএস মোড়ে বাসের জন্য অপেক্ষা করছিল। আবার কিছু ছাত্র রাস্তা পাড় হয়ে অপরদিকে যাচ্ছিল। এই সময় জাবালে নূর পরিবহনের একটি বাস ছাত্রদের ওপরে উঠে গেলে ঘটনা স্থলেই দুইজন নিহত ও ১২ জন আহত হয়।
ঘটনার পর বিক্ষুদ্ধ ছাত্র ছাত্রীরা জাবালে নূর পরিবহনের একটি বাসে আগুন দেয় ও আরও বেশ কয়েকটি বাস ভাঙ্গচুর করে। এই সময় রাস্তায় জানঝট লেগে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে ছাত্রছাত্রীদের সড়ক থেকে সরে যেতে বললে তারা চলে যায়। হতাহতদের কর্মিটুলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে ২ জনকে মৃত ঘোষনা করা হয়। আহতদের চিকিৎসা চলছে।