পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ অসুস্থ্য হয়ে হাসপাতালে
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল তার হার্টে সমস্যা দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়। হার্টের সমস্যা ছাড়াও কিডনিতে সমস্যা রয়েছে। অপরদিকে তার ইউরিনে ৫০% ইউরিয়া রয়েছে বলেও চিকিৎসকরা জানিয়েছেন। ইসলামাবাদের ইন্সটিটিউট অফ মেডিকেল সাইন্স হাসপাতালে তার চিকিৎসা চলছে। তবে তিনি আশংষ্কামুক্ত আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। তার চিকিৎসার তত্ত্বাবধানে ৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
সম্প্রতি দুর্নীতির দায়ে ১০ বছরের জেল হয়েছে নওয়াজ শরীফের। তিনি এখন কারাগারে জেল খাটছেন। সম্প্রতি অনুষ্টিত হওয়া পাকিস্তানের জাতীয় নির্বাচনের আগে সাজা মাথায় নিয়ে লন্ডন থেকে দেশে ফিরেই তিনি গ্রেপ্তার হন। দুর্নীতির দায়ে তিনি নির্বাচনে অযোগ্য ঘোষিত হন।