২০১৮-১৯ অর্থ বছরের শুরুতেই রপ্তানী আয় ও রেমিটেন্স বৃদ্ধি
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
চলতি অর্থ বছরের শুরুতেই রপ্তানী আয় ও রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। গত বছরের জুলাই মাসের রপ্তানী আয় থেকে চলতি অর্থ বছরের জুলাই মাসে রপ্তানী আয় বেড়েছে প্রায় ২০%। অপরদিকে তৈরী পোষাক খাতে রপ্তানী আয় বেড়েছে ২২%।
গত কয়েক বছরে তৈরী পোষাক কারখানার মালিকরা কারখানার আধুনিকিকরনে প্রচুর অর্থ ব্যয় করেছে। কারখানার কর্ম পরিবেশও অনেক ভাল ও নিরাপদ হয়েছে। প্রায় ৮০% কারখানা উন্নত কর্মপরিবেশের আওতায় চলে এসেছে। ফলে বায়ারও তাতে খুশী হয়ে আরো বেশী বেশী কার্যাদেশ দিচ্ছে। অর্থ বছরের শুরুটা যেমন ভাল হয়েছে, তমনি শেষটাও ভাল হবে বলে সংশ্লিষ্ঠ মহল আশা প্রকাশ করছে।