কাবুলে এক সেনা ট্রেনিং ক্যাম্পে বন্দুকধারীদের হামলা
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আফগানিস্তানের কাবুলসহ প্রায় সব শহরই জ্বলছে অনেকটা সিনেমার কাহিনীর মত। প্রতিদিনই দেশটির কোন কোন স্থানে আত্নঘাতিসহ নানা রকম পৈশাষিক হামলা চলছে। আর এই হামলায় মারা যাচ্ছে শত শত মানুষ। সরকারী বাহিনীর সাথে যুদ্ধ করছে আইএস, তালেবানসহ আরো নানা রকম জঙ্গি গোষ্টী। জঙ্গিরা কখনো সরাসরি যুদ্ধা চালিয়ে যাচ্ছে সরকারী বাহিনীর সাথে, আবার কখনোবা আত্নঘাতি হামলা, গাড়ী বোম্ব হামলাসহ মরনঘাতি নানা ধরনের হামলা চালিয়ে যাচ্ছে।
আফগানিস্তানের গজনীতে সপ্তাহ ধরে সরকারী বাহিনীর সাথে তালেবানরা মরনযুদ্ধ চালিয়ে যাচ্ছে। প্রানে বাঁচতে গজনী থেকে শত শত মানুষ নিরাপদ আশ্রয়ে পাড়ি জমাচ্ছে। তালেবানরা গজনীর পানি ও বিদ্যুৎ সঞ্চালন লাইন কেটে দিয়েছে। ইতিমধ্য গজনীর একটি সেনা ক্যাম্প জঙ্গিরা দখল করে নিয়ে নির্বিচারে সেনা সদস্যদের হত্যা করছে। শতাধিক মানুষের প্রান হানির খবর পাওয়া গেছে গজনীতে। এর মধ্য সেনা সদস্য, তালেবান জঙ্গি ও সাধারন মানুষও রয়েছে। এরই মাঝে গতকাল কাবুলের উপকন্ঠে একটি কোচিং সেন্টারে আত্নঘাতি হামলা চালিয়ে ৪৮ জন ছাত্রকে হত্যা করেছে জঙ্গি গোষ্টী। আজ স্থানীয় সময় সকাল ১০টার সময় কতিপয় বন্দুকধারী কাবুলের একটি সেনাবাহিনীর ট্রেনিং ক্যাম্পে হামলা চালিয়েছে বলে আল জাজিরা জানিয়েছে। হতাহতের খবর এখনো সংগ্রহ করা যায়নি। এই রিপোর্ট লেখা পর্যন্ত সেনাবাহিনীর ট্রেনিং ক্যাম্পটিতে হামলা চলছে।