গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ফারিয়া মেহজাবিন ৩ দিনের রিমান্ডে
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তারকৃত ফারিয়া মাহজাবিনকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ফারিয়াকে বৃহস্পতিবার রাত ১১টায় হাজারীবাগের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় ফারিয়া ফেসবুকে নানা রকম গুজব রটাতেন।
শিক্ষার্থীদের অসত্য তথ্য দিয়ে তিনি অডিও বার্তা পাঠাতেন ফেসবুকে। তার এই অডিও বার্তায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকে প্রলম্বিত করার অপচেষ্ঠা ছিল। এ ছাড়াও তিনি আন্দোলনরতদের খাবার সরবরাহ করেছেন। তার প্রপাকান্ডের লক্ষ ছিল শিক্ষার্থীদের এই আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে রূপ দেওয়া। তথ্য প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলায়ই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি একটি বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে লেখাপড়া শেষ করে ধানমন্ডিতে একটি কফিশপ চালাতেন।