কেরালায় বন্যায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ভারতের কেরালায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। গত এক শতকের মধ্য কেরালায় এমন বন্যা আর দেখা যায় নাই। রাজ্যের ১৪টি জেলার মধ্য ১১টিতে রেড এলার্ট জারি করা হয়েছে। গত ৮ই আগস্ট থেকে শুরু হওয়া বৃষ্টি ও পাহাড়ী ঢলে রাজ্যের সড়ক ও রেল যোগাযোগ সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে। কেরালার একমাত্র আন্তর্জাতিক বিমান বন্দরটিও গত ৭ দিন যাবৎ বন্ধ রয়েছে রানওয়েতে পানি উঠার কারনে।

এ পর্যন্ত সোয়া তিন লক্ষ মানুষকে বন্যা দুর্গত এলাকা থেকে উদ্ধার করে আশ্রয় শিবিরে নেওয়া হয়েছে। হতাহতদের উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। সরকারী ও বেসরকারী সেবামুলক প্রতিষ্ঠানগুলি উদ্ধার কাজে অংশ নিচ্ছে।

রাজ্যে সরকারের পক্ষ থেকে কেন্দ্র সরকারের কাছে জরুরী সাহায্য চাওয়া হয়েছে। ইতিমধ্য প্রধানমন্ত্রী মোদি দুর্গত এলাকা সফর করেছেন ও ৫০০ কোটি টাকা ত্রান সহায়তা দিয়েছেন। বেসরকারী ত্রান সহযোগিতাও চাওয়া হয়েছে। রাজ্যে জুড়ে ভৌত অবকাঠামোর ব্যপক ক্ষতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *