সারাদেশ থেকে ঢাকার হাটগুলিতে আসছে হাজার হাজার কুরবানীর পশু
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ঢাকার হাটগুলিতে হাজার হাজার কুরবানীর পশু আসছে বিভিন্ন জেলা থেকে। গাবতলী-আমিন বাজার দিয়ে গরু বোঝাই শত শত ট্রাক রাজধানীতে আসতে দেখা যায়। রাজধানীতে বেশীর ভাগ গরু আসে জামালপুর, সেরপুর, ময়মনসিং, পাবনা, কুষ্টিয়া প্রভৃতি জেলা থেকে। রাজধানীর সাহজাহানপুর গরুর হাট সরেজমিনে দেখা যায় এই হাটের অধিকাংশ গরু এসেছে কুষ্টিয়া থেকে। তারপরই রয়েছে জামালপুর জেলার অবস্থান।
এখনো তেমন বেচাকেনা হচ্ছে না। তবে হাটগুলিতে গরু রাখার আর স্থান মিলছে না। বিধায় আশ পাশের অলিগলিতেও গরু রাখা হয়েছে। আগামীকাল থেকে ঢাকার গরুর বাজার পুরাপুরি জমে উঠবে বলে পাইকাররা জানিয়েছেন। ছোট সাইজের গরুর দাম তুলনামূলকভাবে কিছুটা বেশী। কারন স্বল্প আয়ের মানুষের স্বাদ ও স্বাধ্য অনুযায়ী ছোট গরুই কিনতে হয়। সাজাহানপুর হাটে গরুর তুলনায় ক্রেতা খুব কমই দেখা গেছে।