বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক সম্প্রচার শুরু হবে আজ
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হবে আজ থেকে। সাফ ফুটবলের খেলা সম্প্রচারের মধ্য দিয়ে এর সম্প্রচার যাত্রা শুরু হবে। আর এ উপলক্ষে বিএস-১-এর তদারককারী সংস্থা বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।
বিসিএসসিএল’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ সোমবার বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সাফ চ্যাম্পিয়নশিপ খেলা সম্প্রচারের জন্য প্রস্তুত আছে। আগামী ১৫ দিন বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করে পরীক্ষামূলক সম্প্রচার চালানো হবে। তবে স্যাটেলাইট প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেলাসমিয়া স্পেস দুটি গ্রুন্ড স্টেশন এখনো বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেনি। এর একটি গাজিপুরে ও অপরটি রাঙ্গামাটিতে অবস্থিত।