মুন্সিগঞ্জে ব্লগার বাচ্চু হত্যার দুই সন্দেহভাজন বন্দুকযুদ্ধে নিহিত

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ব্লগার ও লেখক শাজাহান বাচ্চুর সন্দেহভাজন দুই হত্যাকারী বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে শ্রীনগর উপজেলার হাষাড়া কেসি রোডে পুলিশের সঙ্গে গোলাগুলির সময় এরা নিহত হয়। নিহতরা মুক্তমনা ব্লগার ও লেখক শাহজাহান বাচ্চুর হত্যাকারী বলে পুলিশ জানিয়েছে।

নিহত কাকা ওরফে বোমা শামিম এবং এখলাস নিষিদ্ধ জঙ্গি দল জেএমবির সদস্য। শাহজাহান বাচ্চু হত্যার ঘটনার প্রধান সন্দেহভাজন আবদুর রহমানও জুন মাসে গ্রেপ্তার হওয়ার পর বন্দুকযুদ্ধে নিহত হন। গত ১১ জুন বিকালে সিরাজদিখান উপজেলারর কাকালদী মোড়ে দুটি মোটরসাইকেলে করে আসা চারজন শাহজাহান বাচ্চুকে (৫৫) গুলি করে হত্যা করে। শাহজাহান বাচ্চু বিশাখা প্রকাশনীর মালিক ছিলেন। তিনি মুন্সিগঞ্জ জেলা কমিনিস্ট পার্টির সাবেক সাধারন সম্পাদক ছিলেন। স্থানীয় একটি অনিয়মিত সাপ্তাহিক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকও ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *