দেশের প্রথম নারী মেজর জেনারেল সুসানে গীতি

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

দেশের প্রথম নারী মেজর জেনারেল হিসাবে পদোন্নতি লাভ করেছেন ডাঃ সুসানে গীতি। আজ রবিবার সেনা সদরদপ্তরে  সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. সামছুল হক তাঁকে মেজর জেনারেল পদবির র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এই সময় উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা তার সাথে উপস্থিত  ছিলেন। আইএসপিআর এই তথ্য জানিয়েছে।

ডাঃ সুসানে গীতি ১৯৮৫ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিস পাস করেন। ১৯৮৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাপ্টেন হিসাবে যোগদান করেন। ১৯৯৫ সালে তিনি প্রথম নারী হিসাবে হেমাটোলজিতে এফসিপিএস ডিগ্রী অর্জন করেন। তার স্বামী ব্রিগেডিয়ার জেনারেল আসাদুল্লাহ মো. হোসেন সাদ (অবসরপ্রাপ্ত) একজন সফল সামরিক বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন। সুসানে গীতি জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতেও কাজ করেন। তিনি বর্তমানে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *