বোগোটা যৌন হয়রানির জন্য বিশ্বে সবচেয়ে খারাপ শহর
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
কলম্বিয়ার রাজধানী বোগোটা যৌন হয়রানির জন্য বিশ্বে সবচেয়ে খারাপ শহর। সাম্প্রতিক এক জরিপে এমনটিই প্রকাশ হয়েছে। প্লান ইন্টারন্যাশনাল নামে একটি গবেষনা সংস্থা এই জরিপটি চালিয়েছে। বিশ্বের বিভিন্ন শহরে যৌন হয়রানির মাত্রা নির্ণয় করতে যেয়ে এই তথ্য বের হয়ে এসেছে।
কলম্বিয়ার বোগোটায় পাবলিক স্থানগুলিতে উঠতি বয়সের মেয়েরা দিনে রাতে সব সময়ই যৌন হয়রানির শিকার হয়। বাস স্টপেজ, বাস কিংবা অন্যান্য পাবলিক স্থানে মেয়েরা সবচেয়ে বেশী যৌন হয়রানিতে পড়ে সেখানে। আর এই কারনে বোগোটায় মেয়েদের বাসার বাহির হওয়াই অনেকটা দায়।
প্লান ইন্টারন্যাশনালের গবেষনায় আরো জানা যায় দক্ষিন আমেরিকার দেশ পেরুর লিমায় দিনে রাতে যে কোন সময়ই মেয়েদের একা বাহির হওয়া খুবই বিপদজনক। তাদের গবেষনায় বলা হয়, দক্ষিন আফ্রিকার জোহানসবার্গ চুরি, ডাকাতি, যৌন নির্যাতন ও ধর্ষণের জন্য সবচেয়ে খারাপ শহর। অপরদিকে সুইডেনের স্টকহোম মেয়েদের জন্য সবচেয়ে নিরাপদ শহর। ৬ উপমহাদেশে ২২টি শহরে ৪০০ গবেষক এই গবেষনাটি চালিয়ে এই ফলাফল প্রকাশ করেছে। সূত্রঃ আলজাজিরা