৫.৯ মাত্রার ভুমিকম্পে হাইতিতে কমপক্ষে নিহত ১১
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আটলান্টিক মহাসাগরে অবস্থিত দ্বীপদেশ হাইতিতে ৫.৯ মাত্রার ভুমিকম্পে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। এছাড়াও সেখানে বহু মানুষ আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার রাত ৮টা ১০ মিনিটে এই ভুমিকম্প আঘাত আনে। ভুপৃষ্টের ১১.৭ কিলোমিটার ভিতরে রিক্টার স্কেলে ৫.৯ মাত্রার এই ভুমিকম্পের উৎপত্তি।
হাইতির সরকারী মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ভুমিকম্পের ফলে হাইতির রাজধানী পোর্ট ডি পায়েক্সে ৭ জন ও রাজধানী থেকে ৫০ কিলোমিটার দুরে অপর শহর গ্রুস মনরিতে আরো ৪ জন নিহত হয়েছে। ভুমিকম্পের ফলে অনেক বাড়িঘর পড়েছে ও অনেক স্থাপনা বিধ্বস্ত হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে।