ইন্দোনেশিয়ায় আবারো অতিবৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা ২১
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ইন্দোনেশিয়ার আকর্স্মিক বন্যায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। এ ছাড়াও ১৫ জন এখনো নিখোঁজ রয়েছে। নিহতদের মধ্য ১১ জন স্কুলের ছাত্র রয়েছে। ভারী বৃষ্টিপাতের কারনে সৃষ্ট এই বন্যায় তীব্র স্রোতে ৫ শতাধিক বাড়িঘর ভাসিয়ে নিয়ে গেছে। বন্যা ও বৃষ্টির কারনে ব্যপক ভুমিধ্বসের সৃষ্টি হয়।
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তর-পশ্চিম অংশে সৃষ্ট এই বন্যায় অন্তত ৩টি ব্রিজ খতিগ্রস্ত হয়েছে। সেখানে উদ্ধার অভিযান চলছে ও দুর্গতদের অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। শুক্রবার এই আকর্স্মিক বন্যা ও ভুমিধসের সৃষ্টি হয়।
সেখানে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যহত হচ্ছে। ক্ষতিগ্রস্ত গ্রামগুলি পাহাড়ি হওয়াতে উদ্ধার কাজ বেশ কঠিন হয়ে পড়েছে। ১১ জন স্কুলের ছাত্র মারা যায় স্কুল ভবন আকর্স্মিকভাবে ধ্বসে পড়ে। এই শিশুগুলি কাদা মাটিতে চাপা পড়ে।