ডঃ কামাল হোসেনের নেতৃত্বে নতুন জোট জাতীয় ঐক্য প্রক্রিয়া এবং তারপর……
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ক্ষমতার স্বাদ পেতে মানুষ কি না করতে পারে? আর রাজনীতিতে শেষ বলতেও কিছু নাই। বর্তমানে রাজনীতিতে নীতি বলতে আর কিছু অবশিষ্টও নাই। গনতন্ত্র কিংবা অন্য কোন তন্ত্র এখন সবই মুখের বুলি ছাড়া আর কিছু নয়। বাংলাদেশে সকল রাজনৈতিক নেতা এমনকি কথিত সুশীল সমাজও ক্ষমতায় যেতে মরিয়া।
বিগত এক জাতীয় সংসদ নির্বাচনে এক প্রার্থী জামানত হারিয়েছিলেন। গনতন্ত্রের কথা বলে উনি মুখে ফেনা তুলেন। সারা বাংলাদেশে তার ৫ হাজার ভোট নাই তিনিও এদেশের প্রধানমন্ত্রী হবেন এমন স্বপ্ন দেখেন। তা দেখতেই পারেন, স্বপ্নের তো আর কোন সীমাবদ্ধতা নাই। যেমন খুশি তেমন করেই দেখা যায়। তবে তিনি ষড়যন্ত্রনীতির মাধ্যমে ক্ষমতায় যেতে চান। এই জন্য যা করা দরকার তিনি তাই করবেন। যা হউক এ কুৎসিত দিকে আর না যাই।
প্রথমে শুনেছিলাম বিকল্পধারা+নাগরিক ঐক্য+জেএসডি=যুক্তফ্রন্ট গঠন করা হয়েছে। পরে এর সাথে যুক্ত হয়েছে গনফোরাম ও বিএনপি এবং এর নাম দেওয়া হয়েছে নাগরিক ঐক্য প্রক্রিয়া। আজ আবার হল জাতীয় ঐক্য প্রক্রিয়া। যার নেতৃত্বে আছেন কামাল হোসেন। তবে নতুন এই বিবর্তনে বি চৌধুরীর বিকল্পধারা নেই। তিনি বলছেন চুক্তিভঙ্গ করে জাতীয় ঐক্য প্রক্রিয়া গঠন করা হয়েছে। চুক্তিতে ছিল এই প্রক্রিয়ায় স্বাধীনতা বিরোধীদের রাখা যাবে না।
কিন্তু কামাল হোসেনের নেতৃত্বে আজ যে জাতীয় ঐক্য প্রক্রিয়া হয়েছে তাতে পত্যক্ষ ও পরোক্ষভাবে স্বাধীনতা বিরোধীদেরও রাখা হয়েছে। তবে এই প্রক্রিয়া খুব বেশী দূর এগোতে পারবে বলে মনে হয়না। অনৈতিক লক্ষ ও প্রক্রিয়া নিয়ে এই নতুন জোটের জন্ম। শুরুতেই কতগুলি অবাস্তব দাবি নিয়ে আসছেন এই জোট। তবে এদিন আর বেশী দূরে নয় যেদিন দেখা যাবে এই পক্রিয়ায় বিএনপি নাই।