কৃত্রিম চাঁদ তৈরী করছে চায়না

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

কৃত্রিম চাঁদ বানানোর প্রকল্প হাতে নিয়েছে চায়ন। ২০২০ সালের মধ্য এই চাঁদ মহাকাশে স্থাপন করা হবে। তাতে রাতের বেলা শহরের রাস্তাগুলি আলোকিত হবে। অনেক বিদ্যুৎ সাশ্রয়ও করা যাবে এই কৃত্রিম চাঁদ ব্যবহারের মধ্য দিয়ে। এটা কিভাবে সম্ভব? হয়ত ভাবছেন আসলেই কি সম্ভব।

প্রথমে তারা মহাকাশে কৃত্রিম চাঁদ প্রেরন করবে। অর্থাৎ এটি একটি মহাকাশ স্টেশনের মত কাজ করবে। সূর্যের আলো এই কৃত্রিম চাদে পড়ে ভূপৃষ্টের নিদিষ্ট অঞ্চলে এর আলোর প্রতিফলন ঘটানো হবে। আর তাতেই ওই নিদিষ্ট অঞ্চল রাতের বেলায় আলোকিত হবে। তাতে ওই শহরের রাস্তাগুলি বৈদ্যুতিক বাতি ছাড়াই আলোকিত হবে। এর ফলে রাতের বেলা এই সমস্ত রাস্তা আলোকিত করতে যে পরিমান বিদ্যুৎ খরচ হচ্ছে তা সাশ্রয় হবে। ২০২২ সালের মধ্য এমন ৩টি চাঁদ বানাবে চায়না। তার প্রথমটি পরীক্ষামূলকভাবে ২০২০ সালে মহাকাশে প্রেরন করা হবে।

প্রথম কৃত্রিম চাদটি চীনের সিচুয়ান প্রদেশের চেংদং শহরের রাস্তাগুলিকে আলোকিত করবে। এর পরিধি হবে ৫০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। কৃত্রিম চাদের মাধ্যমে তৈরী কৃত্রিম আলোর তীক্ষ্ণতা হবে বাস্তব চাদের আলোর ৮ গুন বেশী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *