উভচর বিমানের সফল পরীক্ষা চালিয়েছে চীন
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
জলে ও স্থলে অর্থাৎ উভচর বিমানের সফল পরীক্ষা চালিয়েছে চীন। বিশ্বের সবচেয়ে বড় বিশেষ এই বিমানটি জল ও স্থল উভয় মাধ্যমেই উড়তে ও নামতে পারে। শনিবার এটির সফল পরীক্ষা সম্পন্ন হল চিনের হুবেই প্রদেশের জিংমেন এলাকায়৷ এটি তৈরি করেছে চিনেরই সংস্থা অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না৷ এর আগে গত মাসেও এই বিমানটির পরীক্ষামূলক উড্ডয়ন করেছিল চীন।
শনিবার পরীক্ষা কেন্দ্রের একটি জলাশয় থেকে বিমানটি আকাশে উড়ে। বিমানটি আকাশে উড়ে ১৫ মিনিট চক্কর দিয়ে আবার নীচে নেমে আসে। বিমানটিতে ৪ জন ক্রু ছিলেন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই উড়োজাহাজে রয়েছে চারটি টার্বপ্রোপ ইঞ্জিন৷ আকাশে একটানা ১২ ঘণ্টা উড়তে পারে এটি। এই বিমানের দৈর্ঘ্য ৩৯.৬ মিটার ও এর ডানার দৈর্ঘ্য ৩৮.৮ মিটার৷ এজি৬০০ নামের এই বিমানটি সর্বোচ্চ ৫৩.৫ টন ওজন বহনে সক্ষম। এটির গতিবেগ ঘণ্টায় ৫০০ কিলোমিটার।