চীনে বিশ্বের দীর্ঘতম ব্রিজের উদ্ভোধন

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

সমূদ্রের ওপর বিশ্বের দীর্ঘতম ব্রিজের উদ্ভোধন করেছে চীন। ৫৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই বিশাল ব্রিজটি উদ্ভোধন করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেতুটি চীনের মূল ভূখণ্ডের সাথে হংকং, মেকাউসহ মোট ১১টি চায়না শহরকে সংযুক্ত করেছে। বিশ্বের দীর্ঘতম এই সেতুটি তৈরী করতে ৯ বছর সময় লেগেছে। আর খরচ হয়েছে ২০০০ কোটি ডলার। সেতু সংযুক্ত প্রায় ৫৫ হাজার বর্গ কিলোমিটার এলাকার ৬ কোটি ৮০ লক্ষ মানুষ এই সেতুটির মাধ্যমে সরাসরি চায়নার মূল ভূখন্ডের সাথে চলাচল করতে পারবে।

সেতুটিতে ৪ লক্ষ টন স্টীল ব্যবহার করা হয়েছে। এটি রিক্টার স্কেলে ৮ মাত্রার ভুমিকম্প সইতে সক্ষম। এই সেতু নির্মাণ করতে যেয়ে ৭ জন শ্রমিক প্রান হারিয়েছেন ও ২৭৫ জন আহত হয়েছেন। এই সেতু নির্মাণের ফলে সামুদ্রিক জীব বৈচিত্রের সমস্যা হতে পারে। বিশেষ করে এই সা্মুদ্রিক এলাকায় বিচরনকারী সাদা ডলফিন বিলুপ্ত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *