জামিন নাকচ, মইনুল হোসেন কারাগারে
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের বহুল আলোচিত-সমালোচিত উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে কারাগারে পাঠিয়েছে ঢাকার একটি আদালত। টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীনা বলায় মইনুল হোসেনের বিরুদ্ধে মাসুদা ভাট্টিসহ আরো কয়েকজন আদালতে মামলা করে। ব্যারিস্টার মইনুল হোসেন মাসুদা ভাট্ট্রিসহ অন্য জনের একটি মামলায় গতকাল হাইকোর্টে হাজির হয়ে একটি বেঞ্চ থেকে ৫ মাসের আগাম জামিন নেন।
রংপুরেও একই ঘটনায় মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানির মামলা হয়। গতকাল সোমবার রাত পৌনে ১০টায় জাতীয় ঐক্য জোটের নেতা আ স ম আব্দুর রবের উত্তরার বাসা থেকে ডিবি পুলিশ মইনুল হোসেনকে রংপুরে দায়ের করা মানহানির মামলায় গ্রেপ্তার করে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়। সেখান থেকে মইনুল হোসেনকে আজ ঢাকার সিএমএম আদালতে নেওয়া হলে বিচারক মইনুল হোসেনের জামিনের আবেদন নাকচ করে দিয়ে জেলহাজতে পাঠায়। এই সময় বিএনপি পন্থী আইনজীবীরা আদালতে বিশৃংঙ্খলা সৃষ্টি ও শ্লোগান দেয়।