আইসিটি আইনের মামলায় আমীর খসরু রিমান্ডে
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় আমির খসরু মাহমুদ চৌধুরীকে রিমান্ডে নিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড চাইলে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করে। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে নওমী নামক এক ছাত্রের সাথে আমির খসরুর ফোনালাপকে কেন্দ্র করে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে এই মামলা করা হয়।
নিরাপদ সড়ক নিয়ে আন্দোলনের সময় আমীর খসরু মাহমুদ চৌধুরী নওমীকে ফোনে বলেছিলেন, তোমরা ছাত্রদের সাথে মিশে আন্দোলনে নেমে যাও। তোমাদের বন্ধু-বান্ধব নিয়ে তোমরা আন্দোলনে নেমে পড়। কুমিল্লায় আন্দোলন করলে হবে না। তোমরা ঢাকায় চলে যাও। আমির খসরুর এই ফোনালাপ নিয়ে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আর সেই সময় তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে চট্রগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জাকারিয়া দস্তগীর কোতোয়ালী থানায় ৪ঠা আগস্ট এই মামলাটি করেন। পরে তিনি হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন নেন। হাইকোর্টের জামিন শেষে তিনি বিচারিক আদালতে উপস্থিত হয়ে আবারো ২১ অক্টোবর পর্যন্ত জামিন নেন। ২১শে আগস্ট তিনি আবার আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরন করে।