বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর পূর্ণ নিয়ন্ত্রন পেল বাংলাদেশ

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

আজ থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর পূর্ণ নিয়ন্ত্রন পেল বাংলাদেশ। এখন থেকে এই স্যাটেলাইটের পূর্ণ নিয়ন্ত্রন, পরিচালনা ও রক্ষনাবেক্ষনের দায়িত্ব বাংলাদেশের। এই স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান ফ্রাঞ্চের থেলাস অ্যালেমিয়া স্পেস আজ বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডকে আনুষ্ঠানিকভাবে স্যাটেলাইটের নিয়ন্ত্রণ বুঝিয়ে দেয়।

থেলাস অ্যালেমিয়া স্পেসের প্রোগ্রাম ম্যানেজার জিল অবাদিয়া বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হকের কাছে ‘ট্রান্সফার অব টাইটেল’ হস্তান্তর করেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, আজকের দিন দেশের মানুষের জন্য স্মরণীয় দিন। বাংলাদেশের জন্য এই স্যাটেলাইট স্থাপন একটি গর্ভের বিষয়। এর মধ্য দিয়ে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইটের অধিকারী বিশ্বের ৫৭তম দেশ হিসাবে আবির্ভূত হল।এই স্যাটেলাইটের প্রধান গ্রাউন্ড স্টেশন গাজীপুর জেলার তেলিপাড়ায় অবস্থিত। আর এর সহায়ক স্টেশনটি রাঙ্গামাটির বেতবুনিয়ায় অবস্থিত। এতে ৪০টি ট্রান্সস্পন্ডার রয়েছে। এর মধ্য ২০টি দেশের চাহিদা মিটাতে ব্যবহার হবে। আর বাকী ২০টি বিদেশে বাড়া দেওয়া হবে। এটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২৭০০ কোটি টাকা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে গত মে মাসে এটি উৎক্ষেপণ করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *