বাংলাদেশে আরো ৬টি ভিসা কেন্দ্র চালু করতে যাচ্ছে ভারত
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ভারত সরকার বাংলাদেশে আরো ৬টি ভিসা সেন্টার চালু করতে যাচ্ছে। এই কেন্দ্রগুলি চালু হলে ভারতীয় ভিসা পাওয়া আরো সহজ হবে। বাংলাদেশে ভারতের ৯টি ভিসা কেন্দ্র রয়েছে। এই ৬টি চালু হলে ভিসা কেন্দ্রের সংখ্যা দাঁড়াবে ১৫টিতে। এর মধ্য রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতের সবচেয়ে বড় ভিসা সেন্টার রয়েছে।
বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় ১০ লক্ষ মানুষ বিভিন্ন কারনে ভারতে ভ্রমন করে থাকে। ক্রমবর্ধমান এই চাহিদা মিটাতে নতুন এই ভিসা সেন্টারগুলি চালু করা হবে। নতুন ৬টি ভিসা কেন্দ্র হবে বগুড়া, ঠাকুরগাও, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী ও সাতক্ষীরায়। এর মধ্য বগুড়া ও ঠাকুরগাঁওয়ের ভিসা সেন্টার দুটি চালু হবে ৬ই জানুয়ারী। অপর চারটি সেন্টার চালু হবে ১২ই জানুয়ারী। ভারতীয় দূতাবাস সূত্রে এই তথ্য জানা গেছে।