গাইবান্ধার একটি চালের দোকান থেকে ১৫ কেজি প্লাস্টিকের চাল জব্দ
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আজব খবর, বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। গাইবান্ধার এক চালের দোকান থেকে ১৫ কেজি প্লাস্টিকের চাল উদ্ধার করেছে সেখানকার এক ভ্রাম্যমান আদালত। বিষয়টি নিয়ে সেখানে বেশ আলোচনা চলছে। সূত্র থেকে জানা যায়, গাইবান্ধা শহরের মুন্সী পাড়ার রনি মিয়া রবিবার নতুন বাজারের রুবান দেওয়ানের দোকান থেকে ৬ কেজি চাল ক্রয় করে। রাতে সেই চাল দিয়ে ভাত
রান্না হয়। ওই ভাত খেতে গেলে তারা তা থেকে বিশ্রী গন্ধ পায়। পরে সন্দেহ হলে সেই চাল ভাজলে সেগুলি পুড়ে ও কুচকে গলে গেলে সন্দেহ আরো বেড়ে যায়। পরে রনি মিয়া বিষটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানালে একটি ভ্রাম্যমান আদালত গঠন করে ওই দোকানে অভিযান চালিয়ে ১৫ কেজি প্লাস্টিকের চাল উদ্ধার করা হয়। উক্ত চাল পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার পর রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সেখানকার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।