বৈদ্যুতিক সর্ট সার্কিটের বিকট শব্দে ইস্তেমা মাঠে হুড়াহুড়িতে বহু সংখ্যক আহত
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
শুক্রবার সকালে ইস্তেমা মাঠে বিকট শব্দে বিস্ফোরনের ফলে আতংকে দৌড়াতে যেয়ে বেশ কয়েকজন আহত হয়। ইস্তেমার বয়ান মঞ্চের দক্ষিন পাশে এই শব্দ শুনা যায়। তবে ওই সময়ে ঘটনাস্থলে উপস্থিত কেউ কেউ জানিয়েছেন বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এই শব্দের উৎপত্তি। আবার কেউ কেউ জানিয়েছেন রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের ফলে এই শব্দ হয়।
এই সময় ভয়ে অনেকে দৌড়ানোর সময় দা ও বটিতে বেশ কয়েকজনের পা কেটে যায়। অনেকে নানাভাবে আহত হন। পরে আহতদের ইস্তেমা মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দেওয়া হয়। অনেকে আবার ইস্তেমা ময়দানের আশেপাশের বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। অনেকে মনে করেছিল বিবদমান দুটি গ্রুপের মধ্য সংঘর্ষে হয়ত এই শব্দ হয়েছে। তাই আতংকের মাত্রা বেড়ে গিয়েছিল।