পৃথিবীরদিকে ধেয়ে আসছে একটি গ্রহানু
বিডি খবর ৩৬৫ ডটকম
নাসা থেকে জানানো হয়েছে পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি গ্রহানু। যেটি আগামী ২০শে মার্চ পৃথিবীর সবচেয়ে কাছে আসতে পারে বলে নাসার গবেষকরা জানিয়েছে। এই গ্রহানুটির ব্যাস ৭৫০ ফুট ও এর নাম দেওয়া হয়েছে ২০১৯ ডিএন সিডি ৫। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে পৃথিবীর কক্ষপথের কাছাকাছি আসলেও এই গ্রহানুটির পৃথিবীর সাথে সংঘর্ষের কোন সম্ভাবনা নাই।
এদিকে শুক্রবারই আরেকটি গ্রহানু পৃথিবীর সবচেয়ে কাছ দিয়ে ঘন্টায় ১৬ হাজার মাইল বেগে চলে গেছে। তবে দুর্ঘটনার সম্ভাবনা থাকলেও কোন রকমের বিপদ ঘটেনি তাতে। এই গ্রহানুটির নাম ২০১৯ ডিএন।