জায়ানের মরদেহ দেখতে শেখ হাসিনা বনানীতে

বিডি খবর ৩৬৫ ডটকম

শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরীর মরদেহ দেখতে বনানীতে গেছেন প্রধানমন্ত্রী। এর আগে আজ দুপুর ১টায় জায়ান চৌধুরীর মরদেহ শ্রীলঙ্কা থেকে বিমানে করে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আসে। সেখান থেকে বনানীতে শেখ সেলিমের বাসায় মরদেহ নিয়ে আসা হলে এক হৃদয় বিধারক দৃশ্যের অবতারনা হয়। শেখ হাসিনা জায়ানের মরদেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি সেখানে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলেন। চেয়ারম্যান বাড়ীর মাঠে জায়ানের নামাজে জানাজার পর বনানী কবর স্থানে তাকে দাফন করা হয়।

স্টার সানডেতে শ্রীলঙ্কায় ৪টি বিলাশবহুল হোটেল ও ৪টি গির্জায় সন্ত্রাসী হামলার সময় নিহত হয় জায়ান চৌধুরী। হামলার সময় জায়ান চৌধুরী ও তার পিতা সকালের নাস্তা খাওয়ার জন্য একটি পাচ তারকা হোটেলের নীচ তলায় একটি রেস্তুরায় নাস্তার জন্য অপেক্ষা করছিলেন। ঠিক এই সময়ই আত্নঘাতি এই হামলা হয় ও সাথে সাথেই মৃত্যুর কুলে ঢলে পড়েন জায়ান। আর তার বাবা গুরুতর আহত হন। হামলার সময় শেখ সেলিমের মেয়ে ও আরেক নাতি ওপরে হোটেল কক্ষেই ছিলেন। ফলে তারা প্রানে বেঁচে যান। জায়ানের বাবাকে উদ্ধার করে শ্রীলঙ্কায় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি এখন আইসিইউতে আছেন। এই হামলায় এখন পর্যন্ত ৩৬০ জন মৃত্যুবরন করেন। আর আহত হয়েছে ৫ শতাধিক। জঙ্গি গোষ্টি আইএস এই হামলার দায় স্বীকার করেছে।

এই হামলায় বিশ্বব্যপী নিন্দার ঝড় উঠেছে। বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা এই হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। এই হামলায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৪০ জনকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার পুলিশ। আর এই হামলায় সরাসরি অংশ নিয়েছে ৯ জন জঙ্গি। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বলেছেন, নিউজিল্যান্ডে মসজিদে হামলার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে। অপরদিকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, নিউজিল্যান্ডের হামলার সাথে এই হামলার কোন যোগসূত্র নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *