অবশেষে ফনীর প্রভাবে ঢাকায় বৃষ্টি, জনজীবনে স্বস্তি

বিডি খবর ৩৬৫ ডটকম

ঘূর্ণিঝড় ফনীর প্রভাবে  শুক্রবার সকাল ১০টা থেকেই বৃষ্টি শুরু হয়েছে ঢাকায়। এই বৃষ্টির ফলে প্রচন্ড তাপ ও ভ্যপসা গরম দূর হয়েছে, জনজীবনে নেমে এসেছে স্বস্তি। গত কয়েকদিনের অত্যাধিক গরমে অতিষ্ট রাজধানী বাসী আজ স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে। ইতিমধ্য ঘূর্ণিঝড় ফনী ২০০ কিলোমিটার বেগে ওড়িষা উপকুলে আঘাত এনে স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে।

এই ঝড়ের গতিপথ ওড়িষা-পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের খুলনা, পটুয়াখালী, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার উপকুল দিয়ে বাংলাদেশে প্রবেশ করার কথা রয়েছে। বাংলাদেশ সময় আজ বিকালে বাংলাদেশ উপকুলে ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে আঘাত করার কথা রয়েছে। উপকুলীয় অঞ্চলে সরকারের পক্ষ থেকে ব্যপক প্রস্তুতি নেওয়া হয়েছে। উপকুলে বসবাসরত সকলকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। আজ সকাল থেকেই উপকুলীয় আশ্রয় কেন্দ্রগুলিতে মানুষ আসতে শুরু করেছে। উপকুলীয় অঞ্চলের সকল সাইক্লোন সেন্টার খুলে দেওয়া হয়েছে সম্ভাব্য বিপদের হাত থেকে বাঁচার জন্য। প্রয়োজনীয় ত্রান সামগ্রী নিয়ে প্রস্তুত রয়েছে সরকারী ও বেসরকারী ত্রান সংস্থাগুলি। সারাদেশে সরকারী নির্দেশে নৌযান চলাচল বন্ধ রয়েছে ও সমূদ্র বন্দর সমূহে পন্য উঠা নামা বন্ধ রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *