ট্রাই ন্যাশন সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয়
বিডি খবর ৩৬৫ ডটকম-
বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডে অনুষ্ঠিত এই খেলায় টস জিতে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তারা ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ২৬১ রান করতে সক্ষম হয়। এর মধ্য সাই হোপ ও চেজ যথাক্রমে সেঞ্চুরী ও হাফ সেঞ্চুরী করে। শুরুতেই বাংলাদেশের বলাররা চাপে রাখে ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু তা সত্ত্বেও উইকেটের পতন ঘটাতে পারছিলনা বাংলাদেশের বলাররা। টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা ৩টি উইকেট নেন। মোহাম্মদ সাইফুদ্দিন ও মোস্তাফিজুর রহমান দুইটি করে উইকেট লাভ করেন। এছাড়া সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ ১টি করে উইকেটের পতন ঘটান। ফলে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় ৫০ ওভারে ৯ উইকেটে ২৬১।
জবাবে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ তামিম ইকবাল ও সৌম্য সরকারের ব্যাটিংয়ে সহজেই রানের চাকা সচল রেখে এগিয়ে যায়। দলীয় ১৪৪ রানের মাথায় টাইগাররা সৌম্য সরকারের উইকেট হারায়। দলীয় ১৯৬ রানের সময় তামিম ইকবাল ক্যাচ দিয়ে আউট হন। সৌম্য সরকার ৬৮ বলে ৭৩ রানের দৃষ্টি নন্দন ইনিংস খেলেন। আর তামিম ইকবাল করেন ১১৪ বলে ৮০ রান। তামিম আর সৌম্যর সংগ্রহ করা রানের ওপর ভিত্তি করেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশাল জয় পায়। জয়ে সাকিব আল হাসানও ব্যাটে বলে অবদান রাখেন। ১০ ওভার বলে তিনি মাত্র ৩৩ রান দিয়েছেন। আর ব্যাট হাতে করেছেন ৬১ বলে ৬১ রান। অপরদিকে মুশফিকুর রহিম ২৫ বলে ৩২ রান করেন। সাকিব ও মুশফিক অপরাজিত থাকেন। বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২৬৪/২(৪৫ ওভার)। ৩০ বল বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই জয়ে বাংলাদেশ শিবিরে আত্নবিশ্বাস বেড়ে গেছে, দলে ফিরে এসেছে প্রান আর বিশ্বকাপে ভাল করার স্বপ্ন।