অবশেষে স্বস্তির বৃষ্টিতে জনজীবনে ফিরে এসেছে স্বস্তি
বিডি খবর ৩৬৫ ডটকম
অবশেষে দেখা মিললো বহুল প্রতীক্ষিত বৃষ্টির। সাথে ফিরে এসেছে জনজীবনে স্বস্তি। প্রায় ২০/২৫ দিন ধরে তীব্র গরমে দেশবাসী চরম অস্বস্তিতে ছিল। অনেকদিন ধরেই সারা দেশেই তাপমাত্রা ছিল প্রায় ৪০ ডিগ্রীর কাছাকাছি। ভ্যপসা গরম আর তীব্র তাপে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। গরমে জরুরী কাজ ছাড়া বাহিরে যাওয়া মানুষ ছেড়েই দিয়েছিল। তীব্র গরমে ইরি ধান কাটার এই মৌশমে দিনমুজুরদের কষ্টের সীমা ছিল না, রোজাদারদের প্রানও প্রায় উষ্টাগত ছিল। ঈদ সামনে রেখে কাষ্টমারের সংখ্যাও সাংঘাতিকভাবে কমে গিয়েছিল। প্রচন্ড এই গরমে ও তাপদাহে মানুষের অস্বস্তির সীমা ছিল না। মাঝখানে ঘূর্নিঝড় ফনীর প্রভাবে ২/১ দিন তাপমাত্রা একটু কম ছিল।
অবশেষে সোমবার রাত ১০টায় নেমে আসে বহুল কাংঙ্খিত বৃষ্টি। সেই সাথে নেমে যায় তাপমাত্রা, কেটে যায় ভ্যপসা গরম আর জনজীবনে নেমে আসে প্রশান্তি। মঙ্গলবার মানুষ চলাচল করছে সাচ্ছন্দে। আর সেই সাথে ফিরে এসেছে জনজীবনে স্বাভাবিকতা, কমে এসেছে রোজাদারদের কষ্ট।