সাউথ আফ্রিকা ২১ রানে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের শুভ সূচনা
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ এ সাউথ আফ্রিকার বিরুদ্ধে ঐতিহাসিক জয় দিয়ে টাইগারদের শুভ সূচনা। সাউথ আফ্রিকার বিরুদ্ধে ২১ রানের জয় পেয়েছে বাংলাদেশ। টস জিতে সাউথ আফ্রিকা বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায়। তামিম আর সৌম্য মিলে বাংলাদেশের ভিত রচনা করেন। দলীয় ৬০ রানে ব্যক্তিগত ১৬ রান করে আউট হন তামিম ইকবাল। এর পর দলীয় ৭৫ রানের মাথায় ব্যক্তিগত ৩০ বলে ৪২ রান করে আউট হন সৌম্য সরকার। এরপর সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম মিলে বিশাল পার্টনারশীপে দলীয় রান দাঁড়ায় ৩ উইকেটে ২১৭। ৮৪ বল খেলে ৭৫ রান করে ইমরান তাহিরের বলে বোল্ড হয়ে আউট হন সাকিব আল হাসান। দলীয় ২৪২ রানের মাথায় ২১বলে ২১ রান করে আউট হন মোঃ মিঠুন। ৮০ বলে ৭৮ রান করে দলীয় ২৫০ রানের মাথায় আউট হন মুশফিকুর রহিম। এরপর মাহমুদুল্লাহ ও মোসাদ্দেকের দৃঢ়তায় দলীয় রান দাঁড়ায় ৩১৬। আর এই সময়ে ২০ বলে ২৬ রান করে আউট হন মোসাদ্দেক হোসেন সৈকত। মেহেদী হাসান মিরাজকে নিয়ে ৫০ ওভারে দলীয় ৩৩০ রানের স্কোর করেন মাহমুদুল্লাহ। মাহমুদুল্লাহ ৩৩ বলে ৪৬ আর মিরাজ ৩ বলে ৫ রান করে অপরাজিত থাকেন।
জবাবে বেটিংয়ে নেমে সাউথ আফ্রিকা ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৯ রান করে। সাউথ আফ্রিকার পক্ষে দুপ্লেসিস ৬২, মারকাম ৪৫ ও দুমিনি ৪৫ রান করেন। মুস্তাফিজ ১০ ওভার বল করে ৬৭ রান দিয়ে ৩টি উইকেট লাভ করেন। অপরদিকে মোঃ সাইফুদ্দিন ৮ ওভার বল করে ৫৭ রান দিয়ে ২টি উইকেট লাভ করেন। সাউথ আফ্রিকার পক্ষে পেলোকিয়া, মরিচ ও ইমরান তাহির ২টি করে উইকেট লাভ করেন। আজকের খেলায় প্লেয়ার অফ দ্য ম্যচ হন সাকিব আল হাসান।