সৌদি আরবে চালু হতে যাচ্ছে ‘হালাল নাইট ক্লাব’

বিডি খবর ৩৬৫ ডটকমঃ

বিগত কয়েক বছর ধরে রক্ষনশীল দেশ সৌদি আরবে সামাজিক-সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যপক পরিবর্তন এসেছে। এর পক্ষে ও বিপক্ষে নানা মতবেদ আছে। আলোচনা-সমালোচনা যাই হউক না কেন ইসলামের সিম্বল বলে পরিচিত এই ইসলামী দেশটিতে নানা রকম পরিবর্তন হচ্ছে এটাই হল বাস্তবতা। আর এই পরিবর্তনের সুযোগে সপ্তাহ খানেকের মধ্য সৌদি আরবে চালু হতে যাচ্ছে একটি নাইট ক্লাব এবং যার নাম দেওয়া হয়েছে ‘হালাল নাইট ক্লাব’। জেদ্দায় এই নাইট ক্লাবটির ইন্টারিয়র ডিজাইনের কাজ ইতিমধ্য শেষ হয়েছে।

এই নাইট ক্লাবে থাকছে- ওয়াটারফ্রন্ট, এর সঙ্গে থাকবে বিশ্বের খ্যাতনামা মিউজিক গ্রুপের পরিবেশনা, ইলেক্ট্রনিক ডান্স মিউজিক, কমার্শিয়াল মিউজিক, আরএনবি এবং হিপহপ মিউজিক উপভোগ করার ব্যবস্থা। এই নাইটক্লাবের লাউঞ্জের একটি অংশে থাকবে ড্যান্স ফ্লোর। নারী পুরুষ সবার জন্য এটা উন্মুক্ত থাকবে। এর আগে সৌদি আরবে মেয়েরা গাড়ি চালনার অনুমতি পেয়েছে এবং স্টেডিয়ামে খেলা দেখার ওপরও আর নিষেধাজ্ঞা নাই। অপরদিকে ইসলামিক এই দেশটিতে সিনেমা হলও পুনরায় চালু হয়েছে যেখানে প্রাচাত্যের ছবিও দেখানো হচ্ছে।

দুবাই ও বৈরুতের নাইটক্লাব ‘হোয়াইট’ জেদ্দায় ক্লাবটি চালু করতে যাচ্ছে। আর তাদের আদলেই ‘হালাল নাইট ক্লাব’ বানানো হয়েছে। এতে বিলাসবহুল ক্যাফে এবং লাউঞ্জ আছে। হোয়াইটের সব রকমের সুবিদাই এখানে পাওয়া যাবে। সৌদিতে মদ কেনা-বেচা অবৈধ হওয়ায় এখানে অ্যালকোহল জাতীয় পানিয় ও মদ পাওয়া যাবে না। মধ্য প্রাচ্যের স্থানীয় গনমাধ্যম আল বাওয়াবা এই খবর জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *