পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুয়েতে

বিডি খবর ৩৬৫ ডটকমঃ

সম্প্রতি পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ তাপ মাত্রা রেকর্ড করা হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। গত ৮ই জুন কুয়েতে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিন ছায়ার সময় ৫২.২ ডিগ্রী ও রোদের সময় ৬৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় কুয়েতে। আর একই সময়ে সৌদি আরবের আল-মাজমা শহরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫৫ ডিগ্রী সেলসিয়াস। এই সময় কুয়েতে হিট স্ট্রোকে এক ব্যক্তির মৃত্যুর খবরও জানা যায় আমিরাত ভিত্তিক গালফ নিউজ সূত্র থেকে। এর আগে ২০১৩ সালের ১০ই জুলাই পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা ৫৬.৭ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়।

মধ্যপ্রাচ্যে জুড়ে বিগত ৫০ বছরে আবহাওয়ার ব্যপক পরিবর্তন হয়েছে। দেশগুলিতে এখন চাষাবাদসহ ব্যপক গাছপালাও রোপন হচ্ছে। মরুভূমি বেষ্টিত এই দেশগুলির অনেক স্থানেই এখন সবুজের সমারোহ দেখা যায়। তথাপি সাম্প্রতিক এই উচ্চ তাপমাত্রা দেশগুলিকে আবার নতুন করে ভাবার সুযোগ করে দিয়েছে। কয়েক মাস পূর্বে কুয়েত ও সৌদি আরবের একটি শহরে ব্যপক বন্যাও দেখা দিয়েছিল। তাতে জনজীবন স্থবির ও জানমালের ব্যপক ক্ষতি হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *