৬৪ রানে দুই উইকেটের পতনে স্নায়ুচাপে ভারত
বিডি খবর ৩৬৫ ডটকম
শুরুতেই বিপর্যয়ে ভারত। আফগানিস্তানের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিং নেয় তারা। দলীয় ৭ রানের মাথায় শক্তিশালী ও নির্ভরযোগ্য ওপেনার রোহিত শর্মা মুজিবুর রহমানের বলে আউট হয়ে প্যাভেলিয়নে ফিরে যান । তিনি ১০ বল মোকাবেলা করে মাত্র ১ রান করেন। এর পর দলীয় ৬৪ রানের মাথায় মোঃ নবীর বলে ক্যাচ দিয়ে আউট হন কেএল রাহুল। ফিরে যাবার আগে তিনি ৫৩ বল খেলে ৩০ রান করেন।
চলতি বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অঘটনটি ঘটে গেছে ইংল্যান্ড-শ্রীলংকা ম্যাচে। টস জিতে শ্রীলংকা প্রথমে ব্যাট করে ২৩২ রান করে ৯ উইকেট খরচ করে। জবাবে ইংল্যান্ড ৩ ওভার বাকি থাকতেই সবকটি উইকেট হারিয়ে ২১২ করে অতিকষ্টে। ফলে শ্রীলংকা জয় পায় ২০ রানের। লেসিথ মালিঙ্গার ৪ উইকেট শিকারের ফলে শ্রীলংকার এই জয়লাভ সহজ হয়। এই সময় স্নায়ুচাপে পড়ে ইংল্যান্ড ব্যাট করছিল। আর এই স্নায়ুচাপের কারনেই ইংল্যান্ড পরাজিত হয়েছে বলে অনেকে মনে করেন। আর একই স্নায়ু চাপ কাজ করছে ভারতীয় ব্যাটসম্যানদের মাঝে। তাই আজও কোন অঘটন ঘটে যেতে পারে বলে অনেকে মনে করছেন।