আফগানিস্তানকে ২৬৩ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

বিডি খবর ৩৬৫ ডটকমঃ

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। জবাবে ৭ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৬২ রান করে বাংলাদেশ। ফলে আফগানিস্তানের বিপক্ষে ২৬৩ রানের সহজ টার্গেট দেয় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে একমাত্র মুশফিকুর রহিম ছাড়া কেউ আর বড় স্কোর করতে পারেন নি। মুশফিকুর রহিম ৪টি বাউন্ডারী ও ১টি ছক্কার সাহায্যে ৮৭ বলে ৮৩ রান করেন।

দলীয় ২৩ রানের মাথায় মুজিবুর রহমানের বলে ক্যাচ দিয়ে আউট হন ওপেনার লিটন দাস। এর পর দলীয় ৮২ রানের মাথায় মোহাম্মদ নবীর বলে আউট হন তামিম ইকবাল। আউট হবার আগে তিনি ৫৩ বলে ৩৬ রান করেন। বাংলাদেশের তৃতীয় উইকেটের পতন ঘটে দলীয় ১৪৩ রানে। এই সময় ৬৯ বলে ৫১ রান করে আউট হন সাকিব আল হাসান। দলীয় ১৫১ রানের মাথায় এলবিডাব্লিও হয়ে আউট হন সৌম্য সরকার। তার আগে তিনি ১০ বল খেলে ৩ রান করেন। তারপর মুশফিক ও মাহমুদুল্লাহ দলীয় স্কোর নিয়ে যান ২০৭ রানে। আর এর পরই ক্যাচ দিয়ে আউট হন মাহমুদুল্লাহ। তিনি ৩৮ বল মোকাবেলা করে ২৭ রান করেন। ২৫১ রানের মাথায় আউট হন মুশফিকুর রহিম। বাংলাদেশের ৭ম উইকেটের পতন ঘটে দলীয় ২৬২ রানে। এই সময় আউট হন মোসাদ্দেক হোসেন। তিনি ২৪ বলে ৩৫ রান করেন। ফলে আফগানিস্তানের বিপক্ষে জিতা বাংলাদেশের জন্য অনেক কঠিন হয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *